বগুড়া: ‘২০০০ সালে বসুন্ধরা টিস্যুর যাত্রা শুরু। তখন মার্কেটে ২০ মেট্রিকটন টিস্যু বিক্রি হতো।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরের নর্থওয়ে মোটেলে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম ২০১৫’ এর সাফল্য উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সমৃদ্ধির পথে মিলি একসাথে’ স্লোগান আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা পেপার মিলস’র মহাব্যবস্থাপক মাসুদুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ আর কে গ্রুপের প্রধান হিসাবরক্ষক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বসুন্ধরা পেপার মিলস’র ব্যবস্থাপক (বিক্রয়) কাজী ইমদাদুল হক, ব্যবস্থাপক (বিক্রয়) অহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক এম এম নাজমুল হাসান, এরিয়া ব্যবস্থাপক জসীম উদ্দিন প্রমুখ।
জেলা ব্যবস্থাপক আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুদুজ্জামান আরো বলেন, বসুন্ধরা টিস্যু পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন। যে কারণে দেশের চাহিদা মিটিয়ে এ টিস্যু এখন বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি হচ্ছে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা টিস্যু পণ্যের বিপণন বিষয়ে ব্যবসায়ীদের মতামত শোনেন। সে অনুযায়ী, সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান করার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেড় শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমবিএইচ/আরএম