ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রণালয়ের নির্দেশে প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
অর্থমন্ত্রণালয়ের নির্দেশে প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ বন্ধ

ঢাকা: অর্থমন্ত্রণালয়ের নির্দেশে ২০১৩-১৪ সালে গৃহীত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লোকবল নিয়োগ দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (১২ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়েছে, অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (কেন্দ্রীয় ব্যাংক অধিশাখা) পাঠানো চিঠির নির্দেশ সিদ্ধান্তই বাস্তবায়ন করছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘যে সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আছেন তাদের কাউকেই এখন নিয়োগ দেওয়া যাবে না। আগের পরীক্ষার প্রায় তিন বছর পেরিয়ে গেছে। দ্রুত গতিতে নতুন পরীক্ষা নেওয়া উচিত।

চিঠিতে আরও বলা হয়েছে, পরীক্ষার তারিখ, ফলাফল ঘোষণার তারিখ এবং নতুন নিয়োগের তারিখ সম্বন্ধে জানতে চাই। এই তারিখ ঘোষণার সময় কত পদ পূরণ করা হবে সেটাও ঘোষণা করা সম্বন্ধে সুপারিশ চাই।

অর্থমন্ত্রণালয়ের এমন চিঠির পরিপ্রেক্ষিতেই তাদের নিয়োগ দিতে পারছে না ব্যাংকার্স সিলেকশন কমিটি।

প্যানেল থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেছেন সোনালী ব্যাংকের প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। এ কারণে শুক্রবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।