ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত জমি পরিদর্শন করে সাইনবোর্ড স্থাপনের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দ।

এসময় উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষার প্রধান বিদ্যাপীঠ হিসেবে দেশ ও জাতি গঠনে এই বিশ্ববিদ্যালয় অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ড. মো. সাহেব আলী প্রামাণিক, মো. আবু সাঈদ, এক্সিম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. ওসমান গণি ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মারুফ রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।