ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তাজরীনে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
তাজরীনে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের প্রতীকী অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাজরীন গার্মেন্টসে নিহত ও আহতদের ক্ষতিপূরণের টাকা থেকে জরুরি সহায়তা হিসাবে আগে দেওয়া সাত লাখ টাকা কাটা চলবে না, এমন দাবি জানিয়ে নিহত-আহত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারের সদস্যরা প্রতীকী অনশন পালন করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।



অনশনে বক্তারা বলেন, তাজরীনে অগ্নিকাণ্ড ও শ্রমিক হত্যার সাড়ে তিন বছর পর ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয় শুরু হয়েছে। অথচ লজ্জাজনক যে, নিহত-আহতদের ক্ষতিপূরণের হিসাব থেকে জরুরি সহয়তা বাবদ সাত লাখ টাকা (প্রধানমন্ত্রীর দুই লাখ, দুর্যোগমন্ত্রণালয়ের এক লাখ, ব্যাংকার অ্যাসোসিয়েশনের এক লাখ, বিজিএমইএ এর এক লাখ ও লিয়াংফু’র এক লাখ) কাটার পায়তারা চলছে- যা লজ্জাজনক, অবমাননাকর ও অমানবিক।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী কামরুল আহসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক  কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এইচআর/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।