ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি সই

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি সই

ঢাকা: গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের (সফটওয়্যার শপ লিমিটেড) মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে 'মাল্টি চ্যানেল ইউটিলিটি বিল পেমেন্ট সার্ভিস' শীর্ষক এই চুক্তিটি হয়।

চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইনফরমেশন টেকনোলজি এ কে এম আতিকুর রহমান, এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।