ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাত

প্রযুক্তি সেবায় কাজ করবে টেমেনোস-ফট্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
প্রযুক্তি সেবায় কাজ করবে টেমেনোস-ফট্রেস

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রযুক্তি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে আর্ন্তজাতিক সফটওয়্যার কোম্পানি টেমেনোস ও ফট্রেস ডাটা সার্ভিস।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে যৌথভাবে বাংলাদেশে কাজ করার ঘোষণা দিয়েছে কোম্পানি দু’টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেমোনোসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ফ্রিক, ফট্রেস ডাটা সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্র সেতিজোসো।

মার্টিন ফ্রিক টেমোনোসের কার্যক্রম তুলে ধরে বলেন, ‘এশিয়া প্যাসেফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনাসের জন্য একটি গুরুত্বপুর্ণ বাজার। এফডিএসের কয়েক দশকের যে অভিজ্ঞতার মূল্য তাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং অগ্রগতি বাড়াতে এফডিএসের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কাজে আসবে।

টেমেনোসের কোর ব্যাংকিং বাংলাদেশ মডেল ব্যাংক, একটি সফটওয়ার পদ্ধতি যাতে রয়েছে ইন্ড্রাস্ট্রির সর্বোত্তম প্রাক্টিস প্রোসেস। এর সাহায্যে টেমেনাস গ্রিন ফিল্ড ব্যাংকগুলোকে মাসের বদলে সপ্তাহে স্থাপন এবং চালু করতে সাহায্য করে। যার ফলে বাড়ন্ত চাহিদার সঙ্গে নতুন ডিজিটাল পদ্ধতিগুলো নিয়ে আসা সহজ হয়। ’

আন্দ্র সেতিজোসো বলেন, মোবাইল নেটওয়ার্কের উন্নতির ফলে ইন্টারনেটে মধ্যম শ্রেণির মানুষেরও অন্তর্ভুক্তি বেড়েছে। ২০১৫ সালে নিবন্ধিত মোবাইল ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ মিলিয়ন টাকা ব্যবহার করেছেন যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ এবং মোবাইলে ৩-জি ব্যবহারকারীর হারও বাড়ছে। জন্যসংখ্যার এই বড় অংশকে অন্তর্ভুক্ত করে ব্যাংকের রি-টেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং মাইক্রোফিন্যান্সের কার্যক্রম বাড়াতে হলে ডিজিটাল সেবা বাড়াতে হবে। টেমেনাস কোর ব্যাংকিং সমাধান টি২৪, চ্যানেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের সেবা দিতে সক্ষম। টেমেনোস সম্প্রতি প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকসহ নয়টি ব্যাংকে সেবা দেওয়া শুরু করেছে।

প্রতিষ্ঠান দু’টির দাবি, অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোসের বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে। টেমেনোস বাংলাদেশ টিম আগামী দেড় বছরে ২০টি পদে লোক নেবে। যদিও বাংলাদেশে সম্পুর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি লোকাল প্রতিভাবানদের যোগাযোগ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সফটওয়ার শিল্পে বিশেষজ্ঞতা থেকে এফডিএস একটি এফডিএস একটি নিবেদিত সার্পোট টিম গঠন করবে যা গ্রাহকদের বিশেষায়িত অ্যাডভাইজরি এবং বিজনেস কনসালটেন্সি সেবা দেবে যা টেমেনোসের সেবার ব্যপ্তিকে আরও বর্ধিত করবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।