হবিগঞ্জ: প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠার ২ বছরে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
তিনি জানান, ২০১৪ সালের মার্চে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে ওঠে। ২১৭ একর এলাকা জুড়ে স্থাপিত এ কারখানায় ২৮ ধরনের পণ্যের উৎপাদন হচ্ছে। এসব পণ্য উৎপাদনের সঙ্গে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন।
তিনি আরও জানান- পার্কে নার্সারি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য একটি বিদ্যালয় রয়েছে। এতে পার্কে কর্মরত শ্রমিকদের পাশাপাশি আশপাশের এলাকার লোকজনের ছেলে-মেয়েরাও লেখাপড়া করছে।
কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিরাপত্তার জন্য রয়েছে ডে-কেয়ার সেন্টার। স্বাস্থ্যসেবায় রয়েছে দুইটি মেডিকেল সেন্টার এবং একটি ক্লিনিক। এছাড়া কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা রয়েছে।
তিনি জানান- কারখানায় কর্মরতদের জন্য পার্ক অভ্যন্তরে একটি ক্যান্টিন রয়েছে। যেখানে মাত্র দুই টাকার বিনিময়ে এক বেলা খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
কামরুজ্জামান কামাল আরও জানান- প্রাণ-আরএফএল গ্রুপ প্রক্রিয়াজাত খাদ্য ও গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানিতে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হকসহ কারখানার উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি/