ঢাকা: মাছ চাষ করতে গিয়ে চাষিরা নানান সমস্যায় পড়েন। কিন্তু সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে ক্ষতিগ্রস্ত হন তারা।
এবার এসব সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দেশের বৃহৎ মৎস্য ও প্রাণী স্বাস্থ্যের ওষুধ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেড।
মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে মাছ চাষিদের সব ধরনের সমস্যার সমাধান দিচ্ছে প্রতিষ্ঠানটির এগ্রোভেট ডিভিশন।
০৯৬১৩১২১২১২ নম্বরে মিসডকল দিলেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা ফোন করে সমস্যার সমাধান জানাবেন গ্রাহককে। এছাড়া সরাসরি কল করলেও তা কেটে দিয়ে ফিরতি কলে সমাধান জানানো হয়।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা তিন দিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা এবং সেমিনারে এসকেএফ’র স্টল থেকে এসব তথ্য জানা গেলো। এছাড়া প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ওষুধের তথ্য পাওয়া যাচ্ছে এখান থেকে।
এসকেএফ বাংলাদেশ লিমিটেড’র এগ্রোভেট ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সুবীর ওবায়েদ বাংলানিউজকে বলেন, সঠিক নির্দেশনার অভাবে তৃণমূলসহ সব পর্যায়ের চাষিরা মাছ চাষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এতে দেশের মাছ চাষও কমে যায়, চাষিরাও ক্ষতিগ্রস্ত হন। এসব বিবেচনায় এনে বিনামূল্যে এই সেবা দেওয়া হচ্ছে।
তিনি জানান, এসকেএফ পরিবেশবান্ধব প্রোবায়োটিক ওষুধ বাজারজাত করছে। ২০০১ সাল থেকে চলা এগ্রোভেট ডিভিশনের বর্তমানে ২৩২টি পণ্য রয়েছে। এছাড়া মৎস্য চাষি ও খামারিদের সমৃদ্ধ করতে চিকিৎসা, পরামর্শ দিচ্ছেন তাদের নিজস্ব চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
স্টলের কর্মীরা জানান, শুধু মাছ চাষ নয়, পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতেও দেশের খামারিদের কাছে নতুন নতুন পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
এসকেএফ বাংলাদেশ লিমিটেড’র এগ্রোভেট ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ মর্জিনা আক্তার লাভলি জানান, গাভীর ওলান প্রদাহ রোগে খামারিদের দুধ উৎপাদন অনেক কমে যায়। এই সমস্যা সমাধানে বাংলাদেশে তারাই প্রথম ম্যাসটিভেক ওষুধটি বাজারজাত করছে। এটি ব্যবহারে খামারিরা ভালো সুফল পাচ্ছেন।
এছাড়া ম্যাজিক্যাল ২৮ ওষুধটিও বেশ ভালো সাড়া ফেলেছে। পুকুরে গ্যাস ও অক্সিজেন প্রবাহের সমস্যায় পড়তে হয় মাছ চাষিদের। এর সমাধানে অক্সিমোর ও গ্যাসোলিন খুবই ভালো কাজ করছে। চাষিরাও এটি ব্যবহার করে উপকৃত হচ্ছেন।
মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে স্টলটিতে।
তৃতীয়বারের মতো অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজন করেছে এ মেলা ও সেমিনারের। আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) শেষ হবে এ মেলা। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
একে/আরএম
** কৃষিতে স্বপ্ন পূরণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
** ‘ওয়ান হেলথ’কে তুলে ধরছে একমি
** প্রাণিসম্পদের যাবতীয় সমাধান মিলছে ‘রেনেটা’য়