ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা

মানসম্মত ওষুধ সরবরাহ ও সেবায় স্কয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
মানসম্মত ওষুধ সরবরাহ ও সেবায় স্কয়ার ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের ডেইরি, প্রাণীজ ও মৎস্য খাতে মানসম্মত ওষুধ উৎপাদন ও সরবরাহ করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এগ্রোভেট ডিভিশন। এর পাশাপাশি ডেইরি ও পোল্ট্রি খামারি এবং মৎস্য চাষিদের দিকনির্দেশনামূলক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তারা।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া তিনদিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলার শেষদিন শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলানিউজের কাছে বিষয়গুলো তুলে ধরেন স্কয়ারের এগ্রোভেট ডিভিশনের কর্মকর্তারা।

এ বিষয়ে স্কয়ারের এগ্রোভেট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত বাংলানিউজকে বলেন, দেশের খামারি ও মৎস্য চাষিরা যেনো ভালো মানের ওষুধ ব্যবহার করতে পারেন, এ বিষয়টি আমরা সবার প্রথমে প্রাধান্য দেই। এছাড়া তারা যেনো খামার ব্যবস্থাপনায় দক্ষ হয়ে লাভজনকভাবে পরিচালনা করতে পারেন সেটি নিয়েও আমরা কাজ করি।

তিনি বলেন, খামারিরা ভালো উৎপাদন করতে পারলেই দেশের আমিষের চাহিদা পূরণ সম্ভব হবে। এ লক্ষ্যে আমরা সব সময়ই নতুন ও ইউনিক সব পণ্য বাজারজাত করে থাকি। মোট কথা কৃষিতে গুণগত মানসম্মত ওষুধ সরবরাহ ও সেবা দিতে স্কয়ার বদ্ধ পরিকর।  

স্কয়ারের  এগ্রোভেট ডিভিশনের সেলস ম্যানেজার এ টি এম সাদেকুল ইসলাম তালুকদার বলেন, স্কয়ারের পণ্য উন্নত মানের হওয়ায় খামারিদের উন্নয়নে খুব স্বাচ্ছন্দ্যে আমরা কাজ করছি। ফলে দিনদিন আমাদের পণ্যের চাহিদাও বাড়ছে। ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।

স্টলের কর্মীরা জানালেন, ডেইরি, মৎস্য ও প্রাণীর খাবার তৈরিতে নিউট্রিশনাল পণ্য ও প্রোবায়োটিকস ওষুধ সরবরাহ করছে এ প্রতিষ্ঠান। প্রতিটি বিভাগে আলাদা আলাদা চিকিৎসক ও বিশেষজ্ঞ আছেন যারা উদ্যোক্তা, খামারি ও চাষিদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন।

স্কয়ারের এগ্রোভেট ডিভিশনের এক্সিকিউটিভ (ভিএসডি) ডা. মো. রফিকুল ইসলাম জানান, বিভিন্ন সেমিনারে পল্লী চিকিৎসক ও খামারিদের বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হয়। এতে দক্ষতার সঙ্গে খামারিরা কাজ করতে পারেন।

জানা যায়, ২০০০ সাল থেকে স্কয়ারের এগ্রোভেট ডিভিশনের যাত্রা শুরু। মাঠ পর্যায়ে প্রায় ৩শ’র বেশি দক্ষ জনবল কাজ করছে। এছাড়া এসব খাতে ১শ ৮১টি পণ্য বাজারে রয়েছে। সামনে আরও প্রায় ২৫টি নতুন পণ্য আসছে।

খামারিদের উৎপাদন যেনো অ্যান্টিবায়োটিক ফ্রি হয় এ বিষয়টিও খুব গুরুত্বের সঙ্গে কাজ করছে স্কয়ারের এগ্রোভেট ডিভিশন।

** ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী চিকিৎসার সম্পূর্ণ সমাধানে এসিআই
** প্রাণী সম্পদকে সমৃদ্ধ করছে অ্যাডভান্সড এনিমেল সায়েন্স

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
একে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।