ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশিরা জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে রাজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিদেশিরা জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে রাজি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাহাজ নির্মাণ শিল্প বরিশালে সম্ভাবনার দ্বার খুলেছে। বিদেশিরা বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প দেখে হতবাক হয়েছেন।

তারা এ শিল্পে বিনিয়োগ করতে রাজি হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় বরিশাল-ঢাকা রুটে চলাচলের জন্য তিনটি জাহাজ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, পদ্মা সেতু নির্মাণের পরপরই পায়রা বন্দরকেন্দ্রিক জাহাজ তৈরির কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ও অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. নিজামুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

আয়োজক কর্তৃপক্ষ সূত্র জানায়, নির্মাণ শুরু হতে যাওয়া বিলাসবহুল নৌযান তিনটি হলো, এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং দিবা সার্ভিস ওয়াটার বাস এমভি অ্যাডভেঞ্চার-৫ ও এমভি অ্যাডভেঞ্চার-৬।

এর মধ্যে অ্যাডভেঞ্চার-৫ ও অ্যাডভেঞ্চার-৬ মাত্র  ৪ ঘণ্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছাবে। প্রতিটি জাহাজ ৩২০ জন করে যাত্রী বহন করতে পারবে।

এছাড়া এমভি অ্যাডভেঞ্চার-৯ জাহাজ ১৬০০ যাত্রী বহন করতে সক্ষম। এ জাহাজে থাকবে হেলিপ্যাড, বিলাসবহুল শপিং মল ও যাত্রী ওঠা-নামার জন্য লিফট সুবিধা।

আগামী ঈদুল ফিতরের আগেই অ্যাডভেঞ্চার-৫ ও অ্যাডভেঞ্চার-৬ বরিশাল-ঢাকা রুটে চলাচল শুরু করবে বলে কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।