ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব ফাঁকি রোধ

কেন্দ্রীয় গোয়েন্দাকে সারাদেশে অভিযানের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
কেন্দ্রীয় গোয়েন্দাকে সারাদেশে অভিযানের নির্দেশ মো. নজিবুর রহমান

ঢাকা: রাজস্ব ফাঁকি, চোরাচালান ও মানিলন্ডারিং রোধে কেন্দ্রীয় গোয়েন্দাকে (সিআইসি) সারাদেশে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
মঙ্গলবার (০১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।


 
এর আগে সোমবার (২৯ ফেব্রুয়ারি) এনবিআর সম্মেলন কক্ষে শুল্ক ও মূসক বিভাগের চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা, কর্মকৌশল ও জানুয়ারি মাসের রাজস্ব সংগ্রহ, অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
মু’মেন জানান, চেয়ারম্যান সারাদেশে অসৎ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি, মানিলন্ডারিং ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
 
তিনি জানান, সম্মেলনে রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করতে নানামুখী উদ্যোগের পাশাপাশি চোরাচালান নিরোধ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
 
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চোরাচালান নিরোধে পুনর্গঠিত টাস্কফোর্সের কার্যক্রম নতুন উদ্যমে সমন্বিতভাবে পরিচালনায় সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়।
 
সম্মেলনে কেন্দ্রীয় টাস্কফোর্সের কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে যোগাযোগ ও টিমওয়ার্কের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
 
বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে আঞ্চলিক পর্যায়ে চোরাচালান নিরোধে টাস্কফোর্সের কার্যক্রমকে ফলাফলভিত্তিক ও ফলপ্রসূ করার পদক্ষেপ নিতে হবে।
 
এক্ষেত্রে সকল সভায় বিভাগ, জেলা ও উপজেলার প্রতিনিধিদের যোগদান নিশ্চিতকরণপূর্বক সমন্বিতভাবে কাজ করতে হবে।
 
সারাদেশে যে সকল অসৎ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি, মানিলন্ডারিং ও চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়।
 
অভিযানে এনবিআরের সিআইসি, শুল্ক ও মূসক গোয়েন্দা অধিদফতরসহ সরকারের অন্যান্য দফতরের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
 
এক্ষেত্রে পুনর্গঠিত চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কর্ফোসকে অবহিতকরণপূর্বক অন্যান্য সকল সংস্থার সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
 
কমিশনাররা সার্বক্ষণিকভাবে অধীনস্থ সকল অফিস নিয়মিতভাবে পরিদর্শন ও মনিটরিং করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়।
 
সভা শেষে চেয়ারম্যান বলেন, চোরাচালান ও মানিলন্ডারিং এর মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এতে রাজস্ব সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হয়। চোরাচালান ও মানিলন্ডারিং নিরোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
 
সভায় রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য, মাঠ পর্যায়ে শুল্ক ও ভ্যাট বিভাগ কমিশনাররা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।