ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রের বাজারে চিংড়ি ব্র্যান্ডিংয়ের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
যুক্তরাষ্ট্রের বাজারে চিংড়ি ব্র্যান্ডিংয়ের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের হিমায়িত মাছ বিশেষ করে বাগদা চিংড়ি ও চিংড়িজাত পণ্যের বাজার সম্প্রসারণে নিউইয়র্কের প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

’ব্লাক টাইগার’ হিসেবে খ্যাত সুস্বাদু ও বহুগুণে গুণান্বিত বাগদা চিংড়ি দেশটির বাজারে ব্র্যান্ডিংয়ের জন্য তাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।



শুক্রবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ মার্চ নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে প্রবাসী বাংলাদেশি নেতাদের সঙ্গে বৈঠককালে এ আহবান জানানো হয়।

বৈঠকে হেদায়েতুল্লাহ আল মামুন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বৃদ্ধি ও দেশে বিনিয়োগ আকর্ষণে সরকারের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন।

হিমায়িত মাছ ও চিংড়ি শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন আইনগত পদক্ষেপ ও প্রতিপালন বিষয়ে সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, চিংড়ি শিল্পে উল্লেখযোগ্য ও দৃশ্যমান মানোন্নয়ন ঘটেছে।

বৈঠকে বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী নেতারা ছাড়াও কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‍

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।