ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএনজি কনভারশনে বাংলালিংক গ্রাহকদের ২০% ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সিএনজি কনভারশনে বাংলালিংক গ্রাহকদের ২০% ছাড়

ঢাকা: দেশের অন্যতম বৃহত্তম মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে পার্টনারশিপ ক্যাম্পেইন শুরু করেছে ইন্ট্রাকো সিএনজি লিমিটেড।

ফলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সিএনজি কনভারশনে ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা।

 

বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারর্স ডেনে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে বলে শনিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন শেষে প্রিয়জন গ্রাহকরা ১ মে থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ শতাংশ ছাড় পাবেন।

বাংলালিংকের হেড অব সিবিএম-বি২সি মার্কেটিং মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইরাদ আলী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, এই অফার বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের ইন্ট্রাকো সিএনজি থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে উপকৃত করবে।

বাংলালিংকের লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, সামনুন মুহেব চৌধুরী, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) ইয়াসির আরাফাত হোসেন, ইন্ট্রাকো সিএনজির লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাসির আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার আশফাক নাবিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী মাহাবুবা আকতার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুব্রংশু বড়ুয়া চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এমএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।