ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না ছবি: কাশেম হারুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকবে না।

তিনি বলেন, আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি।

ব্যবসায়ীরা কি করবেন, সেটা তাদের ব্যাপার। তারা ব্যাংক ঋণ পাবেন কি-না তাও আমি জানি না।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে আর সময় বাড়ানো হবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, সময় বাড়ানো হবে না। তাছাড়া ব্যাংক ঋণ এবং টার্মন্স অ্যান্ড কন্ডিশন তাদের ব্যাপার। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে কিভাবে ব্যাংক ঋণ নেন, কিভাবে পরিশোধ করেন- সেটা তাদের ব্যাপার। ব্যাংক ঋণের ব্যাপারে আমাদের কোনো এখতিয়ার নেই।  
 
মন্ত্রী বলেন, আমি আগেই নির্দেশ দিয়েছি, ৩১ মার্চের পর হাজারীবাগে কোনো কাঁচা চামড়া প্রবেশ করবে না। যে কাঁচা চামড়া সাধারণত বায়ু দূষণ করে পরিবেশ নষ্ট করে, নদীর পানি নষ্ট করে, সেই কাঁচা চামড়া ‘ইমিডিয়েটলি রিমুভ’ (অপসারণ) করতে হবে। এ ব্যাপারে ব্যবসায়ীদের বেশি করে উদ্যোগ নিতে হবে।
 
এর আগে বিএফএ’র বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন কৃষি উৎপাদনের স্বার্থে আমরা দেশব্যাপী সারের সুষ্ঠু সরবরাহ, বিপণন, বিতরণ ও আমদানি নিশ্চিত করেছি। গত ভরা মৌসুমে দেশের কোথাও কোনো সারের সংকট হয়নি।
 
তিনি বলেন, ডিলারদের দাবির প্রেক্ষিতে আমরা ইউনিয়ন পর্যায়ে শূন্য কোটা ছাড়া অংশবিশেষের জন্য নতুন ডিলার নিয়োগ বন্ধ রেখেছি। আগামীতে বিসিআইসি’র ডিলারদের মাধ্যমেই সব ধরনের সার বিতরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, কৃষকের চাহিদার কথা বিবেচনা করে সরকার আরো একটি নতুন সার কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে নতুন সার কারখানার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

নতুন এ সার কারখানায় ১০ লাখ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হবে বলে জানান সচিব। এর মধ্য দিয়ে আগামীতে সার আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন তিনি।

বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরো বক্তৃতা করেন দি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান রাকেশ কাপুর, মহাপরিচালক সতীশ চন্দর, বিএফএ’র পরিচালক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী, বিএফএ’র সহ সভাপতি মো. নাছির উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।