ঢাকা: পণ্য বা সেবা বিক্রয়ের হিসাব করতে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) ব্যবহারে শুধু মূল্য সংযোজন কর (মূসক) আদায়ই বাড়বে না, একই সঙ্গে কম জনবল দিয়ে স্বল্প সময়ে ব্যবসায়ীদের আর্থিক হিসাবে সহজ ও স্বচ্ছতাও আসবে।
শনিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন হলে ‘ইসিআর ব্যবহার উদ্বুদ্ধকরণ মেলা’য় বক্তারা এসব কথা বলেন।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট, গুলশান বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মাসুদ সাদিক।
গুলশান বিভাগের কর কর্মকর্তা সিফাত-ই- মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট যশোরের কমিশনার জামাল হোসেন, জাতীয় রাজস্ব রোর্ডের কর্মকর্তা আব্দুল আওয়াল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সিটি করপোরেশন, জেলা শহরে ১১ ধরনের প্রতিষ্ঠান বা দোকানকে ইসিআর ও প্রয়োজনে পয়েন্ট অব সেলস-পিওএস সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কেউ অমান্য করলে মূল্য সংযোজন কর আইন-১৯৯১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাদিক বলেন, আমাদের উদ্দেশ্যে ইসিআর ব্যবহারের মাধ্যমে দোকনিদের হিসেবের স্বচ্ছতা নিয়ে আসা। ভবিষতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সব ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া উপায় নেই।
‘যেসব দোকানে ইসিআর ব্যবহার করা হয় তা প্রমাণ করে এসব দোকানের পণ্য বা সেবা অন্য প্রতিষ্ঠানের চেয়ে ভালো। ব্যবসা-প্রতিষ্ঠানে দিন দিন ইসিআর ব্যবহার বাড়ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। ’
ইসিআর ব্যবহার উদ্বুদ্ধকরণ মেলায় টিএন এন্টারপ্রাইজ, ক্যাসিও, ওয়ার্কিং টেকনোলজিস লিমিটেড, নেক্সট ডট, ইউনিকসহ পাঁচটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ইসিআর মেশিন ও সংশ্লিষ্ট সফটওয়্যার নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে।
মেলায় বিভিন্ন অঞ্চলের কমিশনার, এক্সসাইজ, ভ্যাট কর্মকর্তা, ব্যবসায়ী, ইসিআর মেশিন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
টিএইচ/এমএ