ঢাকা: অটিজম নিয়ে যেসব সংস্থা কাজ করবে তাদের আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
অটিজম নিয়ে কাজ করা সংস্থাকে যারা অনুদান প্রদান করবেন, তারা আয়কর রেয়াত সুবিধা পাবেন বলেও জানিয়েছেন চেয়ারম্যান।
শনিবার (০২ এপ্রিল) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবসে’ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৮ সাল থেকে প্রতি বছরের ০২ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
মো. নজিবুর রহমান জানান, ‘যেসব সংস্থা অটিজম নিয়ে কাজ করবে তাদের আয়কর অব্যাহতি ও যারা এসব সংস্থায় অনুদান দেবেন তারা আয়কর রেয়াত সুবিধা পাবেন’।
মার্চ মাসে এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে এনবিআরের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘অটিজম মোকাবেলা, অটিজম রোগীদের পরিবারকে সহায়তা এবং অটিজম সমস্যা সমাধানের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কল্যাণধর্মী এ সিদ্ধান্ত’।
এনবিআর দেশ ও মানুষের সেবায় নিয়োজিত। দেশ ও মানুষের মঙ্গল হবে- এ ধরনের কাজে উৎসাহ প্রদানে সব সময় এনবিআর পাশে থাকবে বলেও জানান নজিবুর রহমান।
বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরইউ/এএসআর