ঢাকা: টানা তিন সপ্তাহ ধরে কেজিপ্রতি পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে, গত সপ্তাহের বেড়ে যাওয়া দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ডাল, রসুন, ডিম, আলু ও সবজি।
ব্রয়লার প্রতিকেজি ১৬০ টাকা আর লেয়ার কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশি মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। পাকিস্তানি মুরগির পিস ২৪০ টাকা থেকে ২৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। প্রত্যেকটির দাম গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা বেশি ছিলো।
শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা এমন তথ্য জানান।
বিক্রেতারা জানান, বিদেশি পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে।
ক্রেতারা বলছেন, বাজারের দাম নিয়ন্ত্রণে রাখার কেউ নেই। এজন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।
এদিকে, গত মাসে বেড়ে যাওয়া দামেই এ সপ্তাহে বিক্রি হচ্ছে ডাল। বাজারভেদে মসুর ডাল (দেশি) ১৭০ টাকা, আমদানি ডাল ১৪০ টাকা ও ক্যাঙ্গারু ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহ থেকে পাঁচ টাকা বেশি দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে আলু। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়।
গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। শিম ৪৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটল ৪৫ টাকা, সব ধরনের শাক ২০ টাকা, মিষ্টি কুমড়া (ফালি) ২০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ধনেপাতা ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কিছুটা দাম বেড়েছে শসা, টমেটো, করলা ও বেগুনের। টমেটো (পাকা) ৫০ ও কাঁচা ৪০ টাকা, শসা ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা ও বেগুন (জাতভেদে) ৪০ থেকে ১০০ টাকা।
গরম বাড়ায় কিছুটা চাহিদা কমেছে ডিমের, এমনটি জানান বিক্রেতারা।
গত সপ্তাহের অপরিবর্তিত দামে রাজধানীর বাজারে ডিম বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি ৩০ টাকা ও ডজন ৯০ টাকা। হাঁসের ডিমের হালি ৩৪ টাকা ও ডজন ১০২ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৫০ টাকা ও ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে আমদানি রসুন অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে। প্রতিকেজি রসুন (আমদানি) ২০০ থেকে ২১০ টাকা। দেশি রসুন মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি।
গত সপ্তাহ থেকে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সাদা মাছ। রুই মাছ (ছোট) ২৪০ টাকা, রুই (বড়) ২৮০ থেকে ৩২০ টাকা কেজি। ছোট কাতলা ২৫০ টাকা ও বড় ৩২০ টাকা কেজি। চিংড়ি (ছোট) ৪৫০ টাকা কেজি। তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এফবি/এসএনএস