রাজশাহী: মূহম্মদ আউয়াল খান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) যোগদান করেছেন।
গত রোববার (০৮ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাকাব-এর জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ সালাহ উদ্দিন গাজী সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমান পদে যোগদানের পূর্বে আউয়াল খান অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার (গ্রেড-৫ম) হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৪ সনের বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তথ্য ক্যাডারের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
মূহম্মদ আউয়াল খান ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে সম্মানসহ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেপালসহ বিআইবিএম, বিকেবি কেন্দ্রীয় প্রশিক্ষণালয়, পরিকল্পনা উন্নয়ন একাডেমি এবং অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
চাকরি জীবনে তিনি সোনালী ব্যাংক লিঃ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক-এ মহাব্যবস্থাপক হিসেবে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
মূহম্মদ আউয়াল খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন চরাদী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসএস/এমজেএফ/