ঢাকা: রোজা আসার আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে নিরাপদ খাদ্য প্রাপ্তির জন্য বিএসটিআই ও মোবাইল কোর্টের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার পরামর্শ দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ক্যাব জানায়, রোজা শুরুর এক-দু’মাস আগেই বেশ কিছু পণ্যের দাম বেড়েছে।
জ্বালানি তেলের বিষয়ে ক্যাব জানায়, এখনও বিশ্বাবাজারে জ্বালানি তেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম। এর মাধ্যমে এখন বিপিসির যে বাড়তি আয় হচ্ছে তা মুনাফা হিসেবে বিবেচনা না করে একটি তহবিল গঠন করতে হবে। যে তহবিল বিশ্ববাজারে মূল্য বাড়লে দেশে মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যয় হবে। অর্থাৎ, মূল্যবৃদ্ধি রোধে এ তহবিল ক্রেতা-ভোক্তার আগাম মূল্য পরিশোধ হিসেবে ব্যয় করা হবে।
রাজস্ব আয় বাড়াতে সরকার সব পণ্যের বিক্রয় মূল্যের ওপর যে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বিবেচনা করছে তা বাস্তবসম্মত নয় বলেও মনে করে ক্যাব।
পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে পণ্যের দাম ২৫ থেকে ৪০ শতাংশ কম। এজন্য ভোক্তাদের প্রতি ক্যাবের আহ্বান, বহুতল ভবনে সমবায় গড়ে তুলে সবার সমষ্টিগত চাহিদা অনুযায়ী পাইকারি বাজার থেকে পণ্য কিনে ভাগাভাগি করে নিলে ব্যয়ের ২৫ থেকে ৩০ শতাংশ সাশ্রয় সম্ভব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। আরও উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর ও উপদেষ্টা ড. শামসুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসএ/এএ