ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার

৫ কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
 ৫ কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে আমদানি করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ এক্স-৫ কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
মঙ্গলবার (২৪ মে) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল এ কারটি জব্দ করা হয়েছে।


 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এর আগে গত বছরের ০৮ ডিসেম্বর শুলশান-২ এর একটি বাড়ি থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা প্রায় তিন কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ এক্স-৫ কার জব্দ করা হয়।
 
গত ১২ এপ্রিল বনানীর এফ ব্লকের ৩ নম্বর রোডের ১১২ নম্বর বাড়ি থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা একটি বিএমডব্লিউ এক্স-৫ কারও জব্দ করা হয়।
 
ড. মইনুল খান জানান, ধারণা করা হচ্ছে, কালো রঙের বিলাসবহুল এ কারটি শুল্কমুক্ত সুবিধায় অবৈধভাবে আমদানি করা হয়েছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি তেজগাঁও শিল্প এলাকার ৩৪৫ নম্বর মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় কারটি জব্দ করা হয়।
 
ওয়ার্কশপের কর্মচারীরা জানিয়েছেন, তাজুল নামের একজন চালক প্রায় একমাস আগে মেরামতের জন্য ও ওয়ার্কশপে কারটি রেখে চলে যান।
 
এরপর থেকে চালক বা মালিকপক্ষের কেউ এটি নিতে আসেনি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো শ- ০০-০৫০১ (গ্যারেজে লাগানো নম্বরপ্লেট)।
 
গাড়িটির Chasis (WBAFB72070LX83856)। ওয়ার্কশপে রেখে যাওয়া চালক তাজুলের মোবাইল নম্বর ০১৭৫৯৩১৭০৩২।
 
এ নম্বরে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক বিশেষ অভিযানে ধরা পড়ার ভয়ে মেরামতের নাম করে ওয়ার্কশপে গাড়িটি ফেলে যান তিনি।
 
প্রায় ৫ কোটি টাকা মূল্যের গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি ৩০০০ সিসি। এ হিসেবে গাড়িটির মোট আমদানি শুল্ক ৬০১ শতাংশ।
 
ওয়ার্কশপ কর্তৃপক্ষের জিম্মায় গাড়িটি রেখে আসা হয়েছে। প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরইউ/এএসঅার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।