ঢাকা: দেশের জাহাজ পুনঃব্যবহার শিল্পের পরিবেশ নিরাপদ করতে সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। কারও একার পক্ষে এ শিল্পের পরিবেশ নিরাপদ করা সম্ভব নয়।
বুধবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে ‘সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড শিপ রিসাইকেলিং ইন বাংলাদেশ ফেজ ১ (এসইএনএসআরইসি)’ শীর্ষক সেমিনারের আলোচনায় একথা বলা হয়।
শিল্প মন্ত্রণালয়, ব্যাসেল কনভেনশন ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন এ সেমিনারের আয়োজক।
এতে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পরাগ, ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর জান সান, রোটারডাম অ্যান্ড স্টকহোম কনভেনশনসের ব্যাসেল সেক্রেটারিয়েটের প্রোগ্রাম অফিসার সুশান উইংফিল্ড। সভাপতিত্ব করেন, এসইএনএসআরইসি ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর ইয়াসমিন সুলতানা।
আলোচকরা বলেন, জাহাজ পুনঃব্যবহার শিল্পের শ্রমিকদের প্রশিক্ষণে এসইএনএসআরইসি প্রকল্পের আওতায় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার টেকসই উন্নয়নে কাজ করছে। এ শিল্পের জন্য সরকার ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে শিল্প, পরিবেশ, শ্রমিক, বিস্ফোরক অধিদপ্তর ও জাতীয় রাজস্ব বোর্ড শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে তথ্য জানা যাচ্ছে।
ক্ষতিকর দ্রব্য ব্যবস্থাপনার পরিকল্পনা করা প্রয়োজন। জাহাজ পুনঃব্যবহার শিল্পের ক্ষতিকর দ্রব্য ব্যবস্থাপনার পরিকল্পনা করা হলে ইয়ার্ডের নিরাপত্তা ও শব্দ দূষণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে। জানান আলোচকরা।
আলোচকরা আরও জানান, এ শিল্পের যথাযথ বিকাশ হলে বন্দরনগরী চট্টগ্রামের অন্য শিল্পেরও ব্যাপক প্রসার হবে। এছাড়া এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে দেশের অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসই/এএ