ঢাকা: ব্যাংকিং সেবা তৃণমূলে পৌঁছে দিতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে।
এ মাসের মধ্যেই ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ নামের এই মোবাইল ব্যাংকিং সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এ বিষয়ে বুধবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে মতবিনিয়ম সভার আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসই/এইচএ/