ঢাকা: দেশ থেকে অর্থপাচারকারীদের কুৎসিত চেহারা উন্মোচনে শুল্ক গোয়েন্দাকে নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জুন) আইডিবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে ‘বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও সংশোধনী ২০১৫ অনুযায়ী ২৭টি সম্পৃক্ত অপরাধের মধ্যে চোরাচালান ও শুল্ক সংক্রান্ত ৫টি অপরাধ তদন্তে কাস্টমস কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে।
এ সব অপরাধ তদন্তের জন্য কাস্টমস কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
মেসার্স এসএম ডিজাইনের প্রায় ১শ কোটি টাকার অর্থপাচারের তথ্য উদঘাটন ও মানি লন্ডারিং আইনে প্রথম মামলা দায়ের করায় শুল্ক গোয়েন্দার প্রশংসা করেন চেয়ারম্যান।
তিনি বলেন, রপ্তানির নামে এ ধরনের অর্থপাচারকারীদের কুৎসিত চেহারা আরও বেশি উন্মোচন করতে হবে। বাণিজ্যের মাধ্যমে প্রায় ৮০ ভাগ মানিলন্ডারিং সংগঠিত হয়। নতুন আইনে সংযোজন হওয়ায় কাস্টমসের দায়িত্ব ও কাজের ক্ষেত্র প্রসারিত হয়েছে।
কর্মশালায় শুল্ক গোয়েন্দা ও অন্য কাস্টমস দফতরের বিভিন্ন স্তরের ৪৬ জন কর্মকর্তা অংশ নেন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আরইউ/এএ