ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবাসন খাতের সমস্যার সমাধান হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আবাসন খাতের সমস্যার সমাধান হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আলোচনার মাধ্যমে আবাসন খাতের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ কনভেনশন হলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের  (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আবাসন খাতের সমস্যার সমাধান করা হবে। আবাসন এবং এ সংশ্লিষ্ট শিল্প রক্ষায় সরকার কাজ করবে।

এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।

নসরুল হামিদ বলেন, আবাসন খাতে নানাবিধ সমস্যা রয়েছে। সেসবের সমাধানে এবং ক্রেতাদের জন্য একটি তহবিল গঠনে সরকারের সঙ্গে আলোচনা কর‍া হবে।

দোয়া ও ইফতার মাহফিলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরন্নবী চৌধুরী শাওন, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) প্রকৌশলী সরদার মো. আমিন, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা, প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কো-চেয়ারম্যান কামাল মাহমুদসহ রিহ্যাবের প্রায় এক হাজার সদস্য সংস্থার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমআইএস/জিসিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।