ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন ৮ সদস্যের রাশিয়ান প্রতিনিধি দল। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সময়সূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বুধবার (২২ জুন) বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে প্রায় আধঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক কাজ এ বছর শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২০১৭ পর্যন্ত করা হয়েছে। এছাড়া এ বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৪ সালে। এ বিদ্যুৎ কেন্দ্রের সহায়তা করছে রাশিয়া।
প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ান ফেডারেশেনের স্টেট কো-অপারেশন রোসাটম ডেপুটি ডাইরেক্টর জেনারেল নিকোলাই নিকোলায়েভিচ, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভসহ আট জন।
এসময় মন্ত্রী জানান, এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় এর দাম বেশি হবে। আর এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদকাল ৯০ বছর।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, ঈদের পরেই রিজার্ভ চুরির বিষয়ে সরকারি প্রতিবেদন প্রাকাশ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
জেপি/এসএইচ