ঢাকা: দেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিতে বেসরকারি উদ্যোগে আইটি খাতে প্রথমবারের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল (আইটি) স্থাপন করা হচ্ছে।
রাজধানীর বাড্ডায় প্রায় আড়াই একর জায়গায় এ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড গ্রুপ।
যাচাই শেষে সোমবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে প্রতিষ্ঠানটিকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স (প্রাক-যোগ্যতা সনদ) প্রদান করা হবে।
ইউনাইটেড গ্রুপের আবেদনের প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই শেষে এ সনদপত্র দেওয়া হচ্ছে। বেসরকারি উদ্যোগে আইটি খাতে প্রথম ও ৮ম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে এটি।
বেজা সূত্র জানায়, দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদান ও রফতানি বৃদ্ধিতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে বেসরকারি খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেসরকারি খাতে ৭টি প্রতিষ্ঠানকে ইকোনমিক জোনের প্রি-কোয়ালিফিকেশন সনদ দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হল- এ কে খান ইকোনমিক জোন, আবদুল মোনেম ইকোনমিক জোন, মেঘনা ও মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোন, বে-ইকোনমিক জোন, আমান ইকোনমিক জোন ও আরিশা ইকোনমিক জোন।
বেশ কয়েকটি শিল্পখাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হলেও সম্ভাবনাময় আইটি (তথ্যপ্রযুক্তি) খাতে কোনো বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হয়নি।
সূত্র জানায়, ইউনাইটেড গ্রুপ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (আইটি) স্থাপনে আগ্রহ প্রকাশ করে। বেজা’য় আবেদনের পর তা যাচাই শেষে এ সনদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর বাড্ডা ও ভাটারা থানার সাতারকুল মৌজায় ২ দশমিক ৪৩ একর জায়গায় এ জোন করা হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যে জমি কেনা হয়েছে।
এ জোনে ২০ তলার বেশি উচ্চতা সম্পন্ন আধুনিক তিনটি সুউচ্চ দালান করা হবে। যাতে সফটওয়্যার ডেভেলপমেন্টসহ তথ্যপ্রযুক্তি খাতের সবকিছু স্থান পাবে।
এ জোন বাস্তবায়িত হলে আগামী ৫ বছরে এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ হবে ও তথ্যপ্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত হবে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আরইউ/এএসআর