ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিল বাংলা সুগার মিলে পানি, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
জিল বাংলা সুগার মিলে পানি, কোটি টাকা ক্ষতির আশঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা ‍সুগার মিলে বন্যার পানি প্রবেশ করেছে। এতে মাটির অভ্যন্তরে স্থাপিত যন্ত্রাংশে পানি ঢোকায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জিল বাংলা সুগার মিলের বিদ্যুৎ কর্মচারী সুহেল মিয়া বাংলানিউজকে জানান, মিলের বেশিরভাগ বৈদুতিক সংযোগ মাটির নিচ দিয়ে। পানি প্রবেশের কারণে ও এসব সংযোগ অনেক পুরাতন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।

মিলের মেকানিক্যাল বিভাগের কর্মকর্তা আবু তালেব জানান, বেশিরভাগ যন্ত্রাংশ মাটির নিচে স্থাপিত। বন্যার পানি ঢুকে পড়ায় বড় ধরনের হুমকির মুখে পড়বে মিলটি।

মিলের কর্মচারীরা জানান, সুগার মিল এলাকায় মাটির নিচে রয়েছে লাখ লাখ টন মজুদ নালী। এগুলোর মধ্যে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। ফলে কোটি কোটি মূল্যের নালীগুলো  নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া মিলে আখের উচ্ছিষ্ট  অংশে পানি ঢুকতে শুরু করেছে, ফলে সেগুলোও পঁচে যাচ্ছে।

এদিকে, শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি বিপদসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

অপরদিকে, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের রেল লাইনে পানি ওঠায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।

এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবনে পানি উঠেছে। ফলে স্থানীয় এ কে মেমোরিয়াল কলেজ থেকে পরিচালিত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

দেওয়ানগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম বাংলানিউজকে  জানান, এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ১১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।