ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পানগাঁও আইসিটিকে কাজে লাগাতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
পানগাঁও আইসিটিকে কাজে লাগাতে চায় সরকার

ঢাকা: পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) পূর্ণোদ্যমে চালুর মাধ্যমে এর সক্ষমতাকে কাজে লাগাতে চায় সরকার। এজন্য এই বন্দরের সদ্ব্যবহার করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ।

এক্ষেত্রে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেন, সরকার ব্যবসায়ীদের স্বার্থে এবং বন্দর চালু রাখতে বিভিন্ন ধরণের ভর্তুকি প্রদান করবে।

পানগাঁও আইসিটির মাধ্যমে পণ্য খালাস এবং পূর্ণোদ্যমে চালুকরণ বিষয়ে সোমবার (আগস্ট ০১) পানগাঁও আইসিটিতে অনুষ্ঠিত সভায় মন্ত্রী সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে অন্যদের মধ্যে সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ ছাড়াও কাস্টমস্ কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন, শিপিং এজেন্টস এসোসিয়েশন, কন্টেইনার শিপিং এজেন্ট এসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শাজাহান খান আরও বলেন, জঙ্গি হামলা করে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। জননেত্রী প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

সভায় জানানো হয় যে, সাড়ে তিন হাজার কন্টেইনার ধারণ ক্ষমতাসম্পন্ন এই আইসিটি’র দৈর্ঘ্য ১৮০ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। এতে কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য একটি মোবাইল হারবার ক্রেন এবং দু’টি স্ট্যাডেল ক্যারিয়ার রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৭ নভেম্বর  দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও কন্টেইনার টার্মিনালটি উদ্বোধন করেন। টার্মিনালটি চালু করার জন্য ইতোমধ্যেই নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।