ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড়ে সুবাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড়ে সুবাতাস

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি ও অর্থছাড়ে সুবাতাস লেগেছে। এক বছরের ব্যবধানে অর্থছাড় ৪০ কোটি ডলার এবং প্রতিশ্রুতি বেড়েছে ১৭৩ কোটি ৯৫ লাখ ডলার।

মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
 
ইআরডি সূত্র জানায়, বছর শেষে ২০১৫-১৬ অর্থবছরে মোট প্রতিশ্রুতির পরিমাণ ৬৯৯ কোটি ৭৯ লাখ ডলার। এরমধ্যে ঋণ ৬৫০ কোটি ৩১ লাখ এবং অনুদান ৪৯ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।
 
অথচ ২০১৪-১৫ প্রতিশ্রুতির পরিমাণ ছিল মাত্র ৫২৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। এরমধ্যে ঋণ ছিল ৪৭৬ কোটি ৪৮ লাখ এবং অনুদান ছিল ৪৯ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার।  

ফলে এক বছরের ব্যবধানে প্রতিশ্রুতির পরিমাণ বেড়েছে প্রায় ১৭৩ কোটি ৯৫ লাখ ডলার।
 
ইআরডি আরও জানায়, শুধু প্রতিশ্রুতি নয়, এর পাশাপাশি এক বছরের ব্যবধানে বেড়েছে বৈদেশিক অর্থছাড়ের পরিমাণও। বিদায়ী বছর শেষে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে ৩৪৪ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। এরমধ্যে ঋণ ২৯০ কোটি ৩৬ লাখ এবং অনুদান ৫ কোটি ৬২ লাখ মার্কিন ডলার।  
 
অথচ ২০১৪-১৫  অর্থবছরে অর্থছাড় হয়েছিল মাত্র ৩০৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এরমধ্যে ঋণ ছিল ২৪৭ কোটি ২২ লাখ এবং ৫৭ কোটি ৮ লাখ মার্কিন ডলার। ফলে বছরের ব্যবধানে অর্থছাড়ের পরিমাণ বেড়েছে প্রায় ৪০ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।
 
তবে বছরের ব্যবধানে কমেছে ঋণ পরিশোধের পরিমাণ। বিদায়ী বছরে সরকার ঋণ পরিশোধ করেছিল ১০৪ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এরমধ্যে আসল ছিল ৮৪ কোটি ২০ লাখ এবং সুদ ছিল ২০ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। অথচ ২০১৩-১৪ অর্থবছরে সরকার ঋণ পরিশোধ করেছে ১০৯ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। ফলে বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ কমেছে প্রায় ৫ কোটি ২৭ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।