ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মেরেতো লুনডেমোর সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে জাহাজ নির্মাণ ও গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগে দেশটির ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব ক্ষেত্রে নরওয়ে থেকে কারিগরি সহায়তাও কামনা করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকায় সফলভাবে মেয়াদ পূর্ণ করার জন্য শাহরিয়ার আলম বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার পরবর্তী দায়িত্বের সফলতা কামনা করেন।
ঢাকায় অবস্থানকালে সব ধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেপি/এএ