ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬ মাসে ৭০ হাজার কোটি টাকা এসএমই ঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
৬ মাসে ৭০ হাজার কোটি টাকা এসএমই ঋণ বিতরণ

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে চলতি বছরে প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৬৯ হাজার ৬শ ৭০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫৯ শতাংশ বেশি।

গত বছর আলোচ্য সময়ে সর্বমোট ৫৬ হাজার ৩শ ৭৩ কোটি টাকা ঋণ বিতরণ করা হয় এসএমই খাতে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা সাড়ে ৮ শতাংশ বাড়িয়ে চলতি বছরে ১ লাখ ১৩ হাজার ৫০৩ কোটি টাকা করা হয়। বছরের প্রথম ছয় মাসেই মোট লক্ষ্যমাত্রার ৬১ দশমিক ৩৮ শতাংশ অর্জিত হয়েছে। গত বছর এই সময় প্রায় ৫৪ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

বিতরণ করা ঋণের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো ৬৬ হাজার ৬১৭ কোটি টাকা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩ হাজার ৫৩ কোটি টাকা বিতরণ করেছে।

প্রথম ছয় মাসে ৩ লাখ ৮ হাজার ৬০১ জন উদ্যোক্তা ঋণ পেয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৭৭০টি নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ঋণ পেয়েছেন ৩ হাজার ৮৩ কোটি টাকা। এছাড়া ৭৭ হাজার ৬০১টি নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৬০৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে নতুন নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৫৯৫ কোটি টাকা।    

এ বছর সেবা খাতে ঋণ বিতরণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি ৪০ দশমিক ২৪ শতাংশ। আগের বছরের ৫ হাজার ৭০২ কোটি টাকা থেকে বেড়ে সেবা খাতে ৭ হাজার ৯৯৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া চলতি বছর ব্যবসা খাতে ৪৩ হাজার ৯৪২ কোটি টাকা ও শিল্পখাতে ১৭ হাজার ৭৩০ কোটি টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। আগের বছরের তুলনায় ব্যবসা খাতে সাড়ে ২৩ ও শিল্পখাতে ঋণ বিতরণ সাড়ে ১৭ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে ঋণপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এর কারণ ইসলামী ব্যাংক রুরাল ডেভেলপমেন্ট স্কিমের (আরডিএস) আওতায় অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়। আগে ওই প্রকল্পের ঋণগুলোকে এসএমই ঋণ বলে গণ্য করা হত। কিন্তু এদের কোনো ট্রেড লাইসেন্স নেই। অতিক্ষুদ্র প্রতিষ্ঠান। এসএমই সংজ্ঞানুযায়ী আরডিএস ঋণগ্রহিতারা পড়েন না। এজন্য এসএমই ঋণ থেকে ওই ঋণ ও ঋণগ্রহিতাদের বাদ দিয়ে হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, কেন্দ্রীয় ব্যাংক সবসময় এসএমই ঋণ বিতরণের উপর জোর দিয়ে আসছে। তার আলোকেই ব্যাংকগুলোর এসএমইখাতে ঋণ বিতরণ বেড়েছে। এসএমই খাত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই খাতে ঋণ বিতরণ আরও বাড়াতে উদ্যোক্তাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।