ঢাকা: রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনতে সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় ১ এনবিআর সদস্য, ৮ সহকারী কর কমিশনার ও ৯২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) কাজী আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমানকে সদস্য (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) হিসেবে বদলি করা হয়।
দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) এএইচএম আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কর অঞ্চল-৬, ঢাকার সহকারী কর কমিশনার খন্দকার মো. হাসানুল ইসলামকে কর অঞ্চল, রংপুরে বদলি করা হয়েছে।
দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার (মূল্য সংযোজন কর) উপ-কমিশনার রাফিয়া সুলতানাকে বেনাপোল কাস্টমসে বদলি করা হয়েছে।
পানগাঁও কাস্টমস হাউজের উপ-কমিশনার মো. শাকিল খন্দকারকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বদলি করা হয়েছে।
বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার (মূল্য সংযোজন কর) সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফয়সালকে মংলা কাস্টমস হাউজ, খুলনায় বদলি করা হয়েছে।
এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পূর্বের সহকারী কমিশনার মো. নূর নবীকে পানগাঁও কাস্টমস হাউজ, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার মো. রইসুল আযম চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পূর্বে বদলি করা হয়।
এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কর অঞ্চল-৮, ঢাকার উপ-কর কমিশনার মো. মাহবুবুল মোর্শেদকে যুগ্ম কর কমিশনার পদোন্নতি দিয়ে কর অঞ্চল, সিলেট বদলি করা হয়েছে।
দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী ৯২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আরইউ/জিপি/এএসআর