ঢাকা: কোরবানির পশুর চামড়া কিনে আড়ত বোঝাই করেছিলেন ব্যবসায়ীরা। লবণ মিশ্রিত সেই কাঁচা চামড়া এবার পোস্তা থেকে হাজারীবাগের ট্যানারি পল্লীতে নেওয়া হচ্ছে।
এবার কাঁচা চামড়ার দাম কম হওয়ায় প্রচুর চামড়া কিনেছেন ট্যানারি মালিকরা। পোস্তার চামড়া প্রক্রিয়াকরণে নিয়োজিত লেবারদের সর্দার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ‘এবার আমাদের জন্য ভালো হয়েছে। প্রচুর চামড়া কিনেছেন ব্যবসায়ীরা। ফলে আমরা বেশি কাজ পাবো’।
পোস্তা মোড়ে প্রগতি ট্যানারির চামড়া মিনি ট্রাক ভর্তি করছিলেন রাজ্জাকের লেবাররা। রাজ্জাক জানান, প্রগতি ট্যানারি এবার ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার পিচ কাঁচা চামড়া কিনেছে। ট্রাক লোড-আনলোড করে চামড়াপ্রতি ১০ টাকা করে পান একজন লেবার।
প্রগতি ট্যানারির মিনি ট্রাকচালক মো. আলম জানান, ‘পোস্তা থেকে হাজারীবাগের প্রগতি ট্যানারিতে নেওয়া হচ্ছে কাঁচা চামড়া। একটি মিনি ট্রাকে ৪০০ থেকে ৫০০ পিচ চামড়া নেওয়া যায়। সারা দিনে ৪-৫ ট্রিপ দিতে পারবো’।
একই ভাবে ট্রাকে চামড়া তুলতে দেখা গেছে ক্রিসেন্ট ট্যানারির শ্রমিকদের। অন্যদিকে ঠেলাগাড়িতে চামড়া ভর্তি করছিলেন নেয়ামত ট্যানারির শ্রমিকরা।
রোববার (১৮ সেপ্টেম্বর) পোস্তা কাঁচা চামড়ার আড়ত ঘুরে জানা গেছে, ট্যানারি মালিকরা এখনও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনা শুরু করেননি।
খুচরা ব্যবসায়ী জীবন বাংলানিউজকে জানান, ট্যানারি মালিকরা এখনও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনা শুরু করেননি। যেসব ট্যানারি মালিক নিজে চামড়া কিনেছিলেন, তারাই হাজারীবাগে নিচ্ছেন।
এবার খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন জীবন। তিনি বলেন, ‘এবার ব্যবসা নাই, চামড়ার দাম কম। আমরা যে দামে কিনেছি, সেই দাম পাবো কি-না সন্দেহ আছে’।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসএম/এএসআর