ঢাকা: তরুণ পেশাজীবীদের সোনার বাংলদেশ গড়ার অাহ্বান জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন তারাই। অার তরুণ উদ্যোক্তাদের ভাল কাজের সঙ্গে সরকার সব সময় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তরুণ পেশাজীবীদের সংগঠন জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ এর আয়োজনে দেশের সেরা দশ তরুণ পেশাজীবীর সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘দ্য টেন আউট স্ট্যান্ডিং ইয়াং পারসন্স অব বাংলাদেশ (টিওওয়াইপি)-২০১৬’তে বক্তব্য দেয়ার সময় এ আশা ব্যক্ত করেন তারা।
রাজধানীর র্যাডিসন হোটেলে শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিটা আমাদের সময় খারাপ ছিল। যখন যোগ দিতে আসলাম তখন সবাই অনুৎসাহিত করেছে। তবে আমার মধ্যে কাজ করেছিলো, অামরা কেন যাবো না এবং পরিবর্তন করবো না। এখন আপনাদের সময় পরিবর্তনের। সবাই অনেক সময় ‘না’ ‘না’ করবে। কিন্তু যারা ‘না’ ‘না’ করে তারা পরিবর্তন করতে পারে না। এটা রাজনীতি, ব্যবসা সব ক্ষেত্রেই প্রযোজ্য।
তরুণ উদ্যোক্তারা এসডিজি (স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে এ সময় আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার অালম। তিনি বলেন, বাঙালি জাতির সুনির্দিষ্ট লক্ষ্য আছে। ২০২১ ও ২০৪১ সালে কী করতে চাই তা সুনির্দিষ্ট।
দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ‘এটা উচ্চাভিলাষী স্বপ্ন হলেও তরুণ উদ্যোক্তা, তরুণ পেশাজীবী এবং তরুণ রাজনীতিবিদদের কাছে বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। ২০৩০ সালে এসডিজি অর্জন করতে হবে, আমরা তা অর্জন করতে পারবো। ’
জেসিআই বাংলাদেশ এর তরুণ পেশাজীবীদের সম্মাননা দেওয়ার ঘোষণার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের ভালো কাজের সঙ্গে সরকার থাকবে, এই প্রতিশ্রুতি দিতে চাই। এতো অল্প বয়সে এই পুরস্কার পাওয়া সত্যিই গর্বের। ’
এক সময়ে দেশকে ভুল পথে পরিচালনা করা হয়েছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা একটা ভুল সময়ে বেড়ে ওঠা মানুষ। সেই সময়ে যে পথে বাংলাদেশ হাঁটছিল সেটা ভুল রাস্তা ছিল।
জেসিআই বাংলাদেশ এর ২০১৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন মামুন, সাবেক প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান, ২০১৬ সালের লোকাল প্রেসিডেন্ট এফরান হক, জেসিআই বাংলাদেশ এর সিনেটর ওয়াকার চৌধুরী, ফারজানা চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সেরা দশ পেশাজীবীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
*সেরা দশ তরুণ পেশাজীবীকে সম্মাননা জেসিআই বাংলাদেশ’র
বাংলাদেশ সময়:০১১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমআইএইচ/ইইউডি/আরআই