ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকে নতুন এএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
এসবিএসি ব্যাংকে নতুন এএমডি

ঢাকা: বেসরকারি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।

 

রোববার (০২ অক্টোবর) ব্যাংকের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।   তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকরির বিভিন্ন পর্যায়ে লক্ষ্যমাত্রা অর্জন, শ্রেণিকৃত ঋণ আদায় এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তিনি বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংক থেকে সনদসহ প্রশংসাপত্র, আর্থিক পুরস্কার এবং সম্মাননা স্মারক অর্জন করেন।

এছাড়া ২০০৯ এবং ২০১০ সালে জনতা ব্যাংকের কর্পোরেট-১ শাখা পর্যায়ে সেরা ব্যবস্থাপক মনোনীত হওয়ায় পরিচালনা পর্ষদ কর্তৃক ‘বেস্ট ব্যাংকার অব দ্য ইয়ার’ হিসেবে ভূষিত হন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং সেমিনারে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।