ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেনিম জিন্স এক্সিবিশনে অবহেলিত বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ডেনিম জিন্স এক্সিবিশনে অবহেলিত বাংলাদেশ ছবি:দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোশাক রফতানিতে বাংলাদেশের সুনাম বিশ্বজোড়া। আর সে কারণেই ডেনিম জিন্স এক্সপোর স্থান হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হলেও অবহেলিত হচ্ছে দেশি প্রতিষ্ঠানগুলো- এমন অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর ৠাডিসন ব্লু হোটেলে চলছে শেষ দিনের ডেনিম জিন্স এক্সপো।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক্সপোতে অংশ নেওয়া এক ব্যবসায়ী বাংলানিউজকে জানান, এক্সপোতে মোট ২৮টি স্টল রয়েছে। তবে এর মধ্যে আমাদের স্টল মাত্র ৫টি।

বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশ গ্রহণ কম কেন জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। তাই আমাদের কৌশলে দূরে রাখা হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে, আগেই স্টল বুকিং শেষ হয়ে গেছে। যে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, তাদেরও দিতে হয়েছে তুলনামূলক বেশি টাকা।

তবে মেলায় বাংলাদেশি স্টলগুলোর জন্য প্রতিদিন কতো টাকা ভাড়া দিতে হচ্ছে- তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এক্সপোর প্রধান আয়োজক সন্দীপ আগরওয়াল।

তিনি বাংলানিউজকে বলেন, এক্সপোতে কতো টাকা ফেয়ার নেওয়া হচ্ছে তা আমাদের একান্তই গোপনীয় বিষয়। আর বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা না এলে আমাদের কিছু করার নেই।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
ইউএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।