ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল রেমিট্যান্স অ্যাওয়ার্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল রেমিট্যান্স অ্যাওয়ার্ড ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ২৬ জন রেমিটার,  ৫ জন বন্ডে বিনিয়োগকারী ও ৪টি অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসকে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’২০১৫ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর)  বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে তৃতীয়বারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে    অ্যাওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের কারণে আজ বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার হয়েছে। আমরা যখন রিজার্ভে এতো টাকা দেখি, তখন জাতির কনফিডেন্স বেড়ে যায়। এক সময় বাংলাদেশের রিজার্ভ ছিল ৪-৫ বিলিয়ন ডলার। এ টাকার সঠিক ব্যবহারের জন্য আমরা আপনাদের কাছ থেকে ঋণ নেবো’।

‘নির্দিষ্ট হারে আমরা ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবো। প্রকল্পের সাফল্য-ব্যর্থতা আমাদের থাকবে। ফলে কোনো ঝুঁকি থাকবে না। আগামী অর্থবছরের বাজেটে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হবে। এভাবে আপনাদের যে অবদান তা দেশের কাজে ব্যবহার করতে পারবো’।

জনশক্তি রফতানির আগে দক্ষতা অর্জনে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, ‘দক্ষতা না থাকায় আমাদের প্রবাসীরা অনেক কাজ করতে পারেন না। বিদেশে যাওয়ার আগে তাদেরকে যদি কিছু দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা বেশি আয়ের পাশাপাশি দেশের জন্য আরো অবদান রাখতে পারবেন’।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।

ফজলে কবির বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিতে বিশাল প্রভাব রাখছে। এ রেমিট্যান্সের কারণে আমাদের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আপনাদেরকে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ও উৎসাহ জোগাতে আমাদের এ আয়োজন’।

তিনি প্রবাসীদের বৈধ পন্থায় দেশে অর্থ পাঠানোর আহ্বান জানান। হুন্ডির মাধ্যমে অর্থ পাঠালে তা মাদক,  চোরাচালান ও জঙ্গি কার্যক্রমে ব্যবহার করা হয় বলেও উল্লেখ করেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ৮ জনকে জনতা ব্যাংক, ৪ জনকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ৩ জনকে সোনালী ব্যাংক, ৩ জনকে এইচএসবিসি, ৩ জনকে পূবালী ব্যাংক, ২ জনকে ব্যাংক এশিয়া, ২ জনকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং অন্য ৬ জনকে অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বেসিক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এনআরবি ব্যাংকের গ্রাহকদের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত এক্সচেঞ্জ হাউসগুলো যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন ও যুক্তরাজ্যে অবস্থিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংকের প্রধান নির্বাহী  আব্দুস সালাম, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার আলম আনওয়ার।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।