ঢাকা: মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
বিটিআরসি’র বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সিটিসেলের প্রধান কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি। বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী অভিযান শুরুর সময় বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশ পালন করতে বিটিআরসি কর্মকর্তারা সিটিসেল কার্যালয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমআইএস/পিএম/এমজেএফ
** সিটিসেলের প্রধান কার্যালয়ে বিটিআরসি’র অভিযান চলছে