দিনাজপুর: দিনাজপুরে সব সবজির দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
এ কারণে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তবে বাড়া-কমার মধ্যে নেই মাছ ও মাংসের দাম। পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন আমদানি না থাকায় দাম বেড়েছে তবে ১০-১৫ দিনের মধ্যে এ উর্ধ্বগতি স্বাভাবিক হয়ে আসবে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের একমাত্র পাইকারি বিক্রয় কেন্দ্র বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম তুলনামূলক বৃদ্ধি পেয়েছে।
এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি বেগুনের দাম ছিল ৩০-৩৫ টাকা। তা বর্তমানে বিক্রি হচ্ছে ৩৭-৪০ টাকা দরে। এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে ঝিঙ্গা ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, কাঁচা পেঁপে ৮ টাকা থেকে বেড়ে ১৪ টাকা, পটল ৩৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকা, বই কচু ১৫ টাকা থেকে বেড়ে ১৯ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, করলা ৩৬ টাকা থেকে বেড়ে ৪১ টাকা, কাঁচা কলা ১২ টাকা থেকে বেড়ে ১৬ টাকা, টমেটো ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকা, ঢেঁড়ষ ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, কাটালি বেগুন ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, শশা ৩৬ টাকা থেকে বেড়ে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
তবে আগের দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংসসহ পেঁয়াজ, আলু, রসুন, মরিচ।
দিনাজপুর বাহাদুর বাজারে বাজার করতে আসা শহরের চাউলিয়া পট্টি এলাকার আবু সাঈদ বাবু বাংলানিউজকে বলেন, আমরা দিনমজুর খেটে খাওয়া মানুষ সবজি নির্ভর। কিন্তু গত কয়েকদিন থেকে সবজির দাম অসহনীয় ভাবে বৃদ্ধি পেয়েছে। চড়া দামের কারণে সবজি কিনতে হিমশিম খাচ্ছি।
একই বাজারের পাইকার বিক্রেতা শফিকুল বলেন, আমদানি কম
থাকায় সব সবজির দাম বেড়েছে। তবে আগামী ১০ থেকে ১৫ দিন পর আমদানি বাড়ার আশা রয়েছে। আমদানি বাড়লেই দাম স্বাভাবিক হয়ে আসবে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আরএ