ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইড হ্যাকড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইড হ্যাকড

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইড হ্যাক করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিকেল থেকে ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না।

ওয়েবসাইটের (www.mof.gov.bd) ইউআরএল প্রবেশ করলে দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে “হ্যাকড বাই ড.লেজি অ্যান্ড হেটলার টিএন অ্যান্ড ফালাগ চাহিন তিউনিশিয়ান সাইবার রেসিস্ট্যান্স এএল ফালাগা টিম”।

হ্যাসট্যাগে আরও লেখা রয়েছে “স্টপ দ্যা হলোকাস্ট, আলেপ্পো ইজ বার্নিং, সেভ আলেপ্পো এবং সেভ সিরিয়া”।

“বিমান হামলায় এক সপ্তাহে ২০০ জনেরও বেশি নাগরিককে হত্যা করা হয়েছে”।

(Hacked by DrLazy & Hetler Tn & Fallag chahine /TUNISIAN CYBER RESISTANCE AL FALLAGA TEAM /#StoptheHolocaust/ #AleppoIsBurning /#SaveAleppo/ #SaveSyria/ MORE THAN 200 CIVILIANS KILLED IN ONE WEEK OF AIRSTRIKES)

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আহত শিশুদের দুটি ছবি এবং আরবি ও ইংরেজিতে লেখা আলেপ্পো জ্বলছে এমন দেয়াল লিখনের ছবি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহেদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এ প্রসঙ্গে আমি কিছুই জানি না’।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।