ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে চেম্বার সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


 
সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ভারত বাংলাদেশকে পরম বন্ধু রাষ্ট্র মনে করে। বাংলাদেশের ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতি প্রায় অভিন্ন। ব্যবসা বাণিজ্যের কারণে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বগুড়া জেলা। এখান থেকে প্রচুর পরিমাণে পণ্যসামগ্রী ভারতে রপ্তানি করা হয়।
 
ভিসা প্রসেসিংয়ের বিষয়ে তিনি বলেন, রাজশাহী হাইকমিশন কার্যালয়ে সীমিত লোকবলের প্রচেষ্টায় প্রচুর পরিমাণ ভিসা প্রসেসিং করা হয়ে থাকলেও অনিচ্ছাকৃতভাবে সবারই ভিসা সম্পাদন করা সম্ভব হয় না।

আগামীতে দক্ষ লোকবলবৃদ্ধি করে পর্যাপ্ত পরিমাণ ভিসা সম্পাদন করা হবে। পাশাপাশি বগুড়ায় একটি ভিসা সেন্টার স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন  সহকারী হাইকমিশনার।
 
এর আগে স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি মো. মাসুদুর রহমান মিলন বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক ক্রমান্বয়ে আরও উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এ উপলক্ষে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্য জোরদার করা এবং ভিসা প্রসেসিং সহজকরণসহ উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসায় অনাকাঙ্ক্ষিত জটিলতা নিরসন করাই মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জলিল, চেম্বারের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন।
 
এছাড়া সভায় চেম্বারের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান পাইকাড়, চেম্বারের পরিচালক মো. আইনুল হক সোহেল, মো. মাফুজুল ইসলাম রাজ, মো. মাজিদুল ইসলাম রুমন, সাবেক পরিচালক এম. শাহরিয়ার আরিফ ওপেল, ফোরাম অব এগ্রো মেশিনারী ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোনের সভাপতি গোলাম আজম টিকুল, বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মুনসুর আলম, ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার মো. মোজাফফর হোসেন, দীলিপ কুমার দেব, চঞ্চল কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
 
চেম্বার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এনামুল হক দুলাল, পরিচালক তৌফিকুর রহমান ভান্ডারী বাপ্পি, অশোক রায়, রবিউল আলম, পারভেজ হোসেন উজ্জল, হাসান আলী আলাল, খলিলুর রহমান, আব্দুল খালেক বাবলু, সফিউল ইসলাম খোকন, একরামুল কবির আহম্মেদ সন্টু উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।