ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাওলাদার ফার্নিচারে ১৫ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
হাওলাদার ফার্নিচারে ১৫ শতাংশ ছাড় ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলেছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এবং লাইটিং এক্সপো-২০১৬’।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বিশ‍াল জায়গা জুড়ে হাওলাদার ফার্নিচার তাদের সব ধরনের গৃহ আসবাবপত্র তুলে ধরছে।

মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি সব পণ্যের উপর ১৫ শতাংশ ছাড় ও সঙ্গে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে।
 
হাওলাদার ফার্নিচার শো-রুম ম্যানেজার শফিকুল আলম বিপ্লব বলেন, শুধুমাত্র মেলায় আসা  ক্রেতাদের জন্য সব ধরনের আসবাবপত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে হোম ডেলিভারি ফ্রি পাবেন ক্রেতা।

যে কেউ মেলা চলাকালীন বুকিং দিয়ে আগামি এক বছরের মধ্যে ছাড়ে পণ্য নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।
 
সরেজমিনে দেখা যায়, হাওলাদার ফার্নিচারের ড্রীম কর্নার সোফার পূর্বের মূল্য দেওয়া আছে ৬৭ হাজার টাকা, ছাড়ের পর নতুন মূল্য ৫৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া ৮৬ হাজার টাকার পাইপ নকশা সোফার বর্তমান মূল্য ৭৩ হাজার ১০০ টাকা, ৪৪ হাজার টাকার মিডিয়াম ডাইনিং টেবিলের বর্তমান মূল্য ৩৭ হাজার ৪০০ টাকা। একইভাবে অন্য আসবাবপত্রে ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা।

পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের আয়োজিত প্রদর্শনী আগামী শনিবার (২৯ অক্টোবর) পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।

প্রদর্শনী দুটি যৌথভাবে ব্যবস্থাপনা করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেড।


প্রথমবারের মতো প্রদর্শনী দুটিতে বিভিন্ন ম্যানুফেকচারিং, হোটেল ও হসপিটালিটি শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে- গৃহসজ্জার ভ্যাস (পিভিসি) ফ্লোর, ডেকোরেটিভ ওয়াল টাইলস, প্লাইউড, ডেকোরেটিভ সুইচ ও সকেট, রুম হিটার,  সোফা, খাটসহ ঘরের অন্যান্য আসবাবপত্র, গ্লাস পেপারসহ সামগ্রিক পণ্য।
 
এছাড়া এলইডি লাইট, সিএফএল লাইট, এলইডি প্যানেল লাইট, অ্যাকসেসরিজ, ডেকোরেটিভ সুইচ ও সকেট, স্ট্রিট লাইট, লাইট শেড, ল্যান্ডস্ক্যাপ, বাগানের জন্য বিভিন্ন ধরনের লাইট প্রদর্শনীতে স্থান পেয়েছে।

**আইসিসিবিতে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।