ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বি বি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে নীল প্যানেল জয়ী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বি বি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে নীল প্যানেল জয়ী

ঢাকা: বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে এইচ.এম. দেলোয়ার  হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইস্তেকমাল হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।



এতে বলা হয়, অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয় লাভ করেন আওয়ামী সমর্থক নীল প্যানেল। একটি সহ-সভাপতি পদে জয় পেয়েছে হলুদ দল।

নবনির্বাচিত সভাপতি  দেলোয়ার  হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকে কর্মরতদের উন্নয়নের জন্য তারা কাজ করে যাবেন। নানামুখী সংকট, বিশেষ করে  কেন্দ্রীয় ব্যাংকের ইমেজ সংকট  কাটাতে সবাইকে নিয়ে কাজ করে হারোনো  গৌরব ফিরিয়ে আনাই  হবে তার মূল লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইস্তেকমাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের  বিশ্বমানের আধুনিক বাংলাদেশ ব্যাংক  গড়ে তোলার জন্য কাজ করবে কাউন্সিল।

নতুন কার্যকরী পরিষদের সদস্য শাহনেওয়াজ মুরাদ বলেন, জননেত্রী  শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে নিয়ে কাজ করবেন।

বৃহস্পতিবারের নির্বাচনে প্রধান নির্বাচন কশিনারের দায়িত্ব পালন করেন মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২৮,২০১৬
আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।