ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু মঙ্গলবার

সিলেট: সারাদেশের মতো সিলেটেও মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এদিন সকাল সাড়ে ৯টায় নগরীর রিকাবীবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

 

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।  

একইদিনে মৌলভীবাজার জেলায় ২-৫ নভেম্বর, হবিগঞ্জ জেলায় ৩-৬ নভেম্বর এবং সুনামগঞ্জ জেলায় ৪-৭ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে ৫টি উপজেলায় দু’দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে ২ দিন, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একদিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।  

সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাংলানিউজকে বলেন, এরইমধ্যে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় ই-টিআইএন বুথ, অনুসন্ধান কেন্দ্র, নতুন করদাতাদের সহযোগিতায় হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং ব্যাংকের দু’টি বুথ থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।