ঢাকা: দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবারের শীতে ক্রেতাদের জন্য প্রস্তুত রেখেছে অর্ধ-শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস।
মঙ্গলবার (০১ নভেম্বর) প্রতিষ্ঠান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শীতকালে সাধারণত ঘর ও ঘরের কাজে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের চাহিদা থাকে বেশি। জীবনযাত্রার মান বাড়ানো এসব পণ্যের স্বাভাবিক চাহিদাও দিন দিন বাড়ছে। শীতে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে তার মধ্যে রয়েছে- ওয়াশিং মেশিন, রুম হিটার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, রাইস কুকার, কারি কুকার, কফি মেকার, রুটি মেকার, ইন্ডাকশন কুকার, আইরন, ওয়াটার হিটার, হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার, ইলেকট্রিক লাঞ্চ বক্স, ভ্যাকুয়াম ফ্লাস্ক ইত্যাদি। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং সহজে ব্যবহার উপযোগী এসব পণ্যের দাম কমে যাওয়ায় ঘরে ঘরে প্রযুক্তি পণ্যের ছোঁয়া লেগেছে।
ওয়ালটন সূত্র মতে, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসে ২০১৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়েছে। এবছরও শীতকালীন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেসের সিংহভাগ বাজার নিজেদের দখলে নেওয়ার টার্গেট নিয়েছে ওয়ালটন। লক্ষ্যমাত্রা পূরণে কয়েক মাস আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে, ওয়ালটন প্লাজা ও দেশের অন্যান্য আউটলেটগুলোতে গড়ে তোলা হয়েছে পণ্যের পর্যাপ্ত মজুদ।
এখন বাজারে রয়েছে ওয়ালটনের অর্ধ-শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে রয়েছে ছয়টি মডেলের ওয়াশিং মেশিন, সাতটি মডেলের রুম হিটার, ২০টি মডেলের রাইস কুকার, ১৩ মডেলের ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, ১২ ধরনের ইলেকট্রিক কেটলি, ১০ মডেলের আয়রন, ৩টি মডেলের ভ্যাকুয়াম ফ্লাস্ক, ২টি করে মডেলের হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার, রুটি মেকার, কারি কুকার ও ওয়াটার হিটার এবং ১টি করে মডেলের ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স, মগ সেট একং কফি মেকার ইত্যাদি।
বিক্রেতাদের মতে, এবারের শীতে ব্যাপক সাড়া ফেলবে ওয়ালটনের ইলেকট্রিক লাঞ্চ বক্স। বিশেষ করে চাকুরিজীবীরা এই লাঞ্চ বক্সে সহজেই খাবার গরম করে নিতে পারবেন।
ওয়ালটন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট ম্যানেজার মো. মাশরুর হাসান বলেন, চলতি বছর সারা দেশে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। আকর্ষণীয় ডিজাইন, উচ্চ গুণগত মানসম্পন্ন, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা এবং আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় গ্রাহক প্রিয়তার শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরআইএস/এসএনএস