ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, যুবদের কাজের মধ্য দিয়ে দেশ ও অর্থনীতি এগিয়ে যাবে। কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করতে চাই।
বুধবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘জাতীয় যুব দিবস ২০১৬’ উপলক্ষে যুব পণ্য বাজার উদ্বোধন অনুষ্ঠানে মতিঝিলের যুব ভবনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি প্রচেষ্ঠা রয়েছে। আমরা চাই যুবদের কর্মকাণ্ড প্রশংসিত হোক।
তিনি বলেন, এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের একটি সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। এখানে কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সফলতা কামনা করি।
পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে জাতীয় যুব দিবস-২০১৬ এর যুব পণ্য বাজারের উদ্বোধন করেন।
বুধবার থেকে শুরু হওয়া এ বাজার চলবে শুক্রবার পর্যন্ত। যুব পণ্য বাজারে দেশীয় পণ্যের মোট ১৯টি স্টল দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুল হক, অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন, পরিচালক (প্রশাসন) শিশির কুমার রায়, মহাপরিচালক আনোয়ারুল করিমসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএটি/জেডএস