ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ট্যাক্স উইথ টি’

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘ট্যাক্স উইথ টি’ ছবি- আবু বকর- বাংলানিউজটোয়েন্টিফোর

সিলেট: ‘ট্যাক্স উইথ টি’ অর্থ্যাৎ ট্যাক্সের সঙ্গে চা। সিলেটে আয়কর মেলায় নতুন সংযোজন এটি।

কর দিতে লোকজন তথা সেবা গ্রহীতাদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়েছে সিলেট কর কমিশন।  

মেলায় ‘ট্যাক্স উইথ টি’ নামে একটি স্টল রাখা হয়েছে। এ স্টল থেকে সেবা গ্রহীতাদের চা সরবরাহ করা হচ্ছে। সেইসঙ্গে রাখা হয়েছে হালকা নাস্তার ব্যবস্থা।  

মেলায় আগতদের ট্যাক্সের সঙ্গে চা পান করানোর জন্য দায়িত্ব পালন করছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট। এ দিকটি তদারকি করছেন সহকারী কর কমিশনার বিধান কুমার দেবনাথ। আর কর কমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত অনেকে।   

মেলায় কর দিতে আসা নিহার রঞ্জন বাংলানিউজকে বলেন, রিটার্ন দেওয়ার পর সাধুবাদ হিসেবে কর কর্মকর্তারা তাৎক্ষণিক সেবা গ্রহীতাকে সানন্দে চা পান করাচ্ছেন। সেইসঙ্গে কর্মকর্তাদের ব্যবহারও মুগ্ধ হয়েছেন বলেন তিনি।  

সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাংলানিউজকে বলেন, সিলেট চায়ের দেশ। মেলায় চায়ের ব্যবস্থা থাকবে না, এটা হয়না।  আয়কর দাতাদের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক তৈরিতে চায়ের বিকল্প নেই, মনে করেন তিনি।  

আয়কর মেলা ঘুরে দেখা গেছে, মেলায় ৪টি বুথে ২২টি সার্কেলের টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন হচ্ছে। রিটার্ন গ্রহণ হচ্ছে ৬টি বুথে। এসব বুথগুলোর নামকরণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের নামে। রিটার্ন গ্রহণের জন্য লালন শাহ বুথ, শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন বুথ।  

এছাড়া সার্ভিস ডেস্কে দুই শিফটে কাজ করছেন ২৮ জন।  যারা সেবাগ্রহীতাদের আয়কর প্রদানে ফরম পূরণসহ বিভিন্ন দিক সম্পর্কে সহযোগিতা করছেন।  

এছাড়া রয়েছে অভ্যর্থনা কক্ষ, তথ্যকেন্দ্র ও অধিক্ষেত্র অনুসন্ধান, কন্ট্রোল রুম, সোনালী ব্যাংক, ই-পেমেন্ট বুথ, জনতা ব্যাংক, শুল্ক ও ভ্যাট, জাতীয় সঞ্চয় ব্যুরো, আয়কর আইনজীবী, মিডিয়া সেল, মেডিকেল সার্ভিস, সার্ভিস ডেস্ক এবং সহায়ক হিসেবে ফটোস্ট্যাট করার জন্য রাখা হয়েছে আরেকটি বুথ।   

মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে সিলেট নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।