জামালপুর: যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) এমোনিয়া প্লান্টের পাম্প ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে কারখানার এমোনিয়া প্লান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে গিয়ে এমোনিয়া গ্যাস বের হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানিয়েছেন, পাম্পটি মেরামত করে ফের উৎপাদনে যেতে দুই থেকে তিনদিন সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ