ঢাকা: শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে অবৈধভাবে বিক্রির অভিযোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাবেক আবাসিক প্রতিনিধি মি. স্টিফান প্রিজনারকে তলব করেছে শুল্ক গোয়েন্দা।
আগামী ২৯ ডিসেম্বর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে তাকে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে।
একইসঙ্গে গাড়ি ক্রয় ও ব্যবহারকারী ইউএনডিপির সাবেক স্টাফ আশিকুল হাসিব তারিককে ডাকা হয়েছে। স্থানীয় ইউএনডিপি’র মিশনকেও শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
রোববার (০৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
স্টিফান প্রিজনার ২০০৮ সালের ২ নভেম্বর থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর (আবাসিক প্রতিনিধি) প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।
এর আগে ২৮ নভেম্বর রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ি থেকে প্রিজনারের ব্যবহার করা হলুদ নম্বর প্লেটের একটি মিতসুবিশি পাজারো জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক আইন লঙ্ঘন করে প্রিজনার গাড়িটি গোপনে আশিকুল হাসিব তারিকের কাছে বিক্রি করে দেশ ছেড়েছেন।
হলুদ নম্বর প্লেট কেবল বিশেষ সুবিধাভোগীরা (ডিপ্লোম্যাট ও প্রিভিলেজড পারসন) ব্যবহার করতে পারেন। পরে তারিকের বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।
ড. মইনুল খান জানান, শর্ত অনুযায়ী শুল্ক কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ও শুল্ক পরিশোধ না করে গাড়ি বিক্রি করা যাবে না। কিন্তু তিনি তা করেননি। তিনি কাস্টমস পাস বুকটিও হস্তান্তর করেননি।
ডিপ্লোম্যাট ও প্রিভিলেজড পারসন ব্যবহৃত গাড়ি বেআইনিভাবে বিক্রি ও হস্তান্তরের অভিযোগ পাওয়া গেলেও শুল্ক গোয়েন্দা প্রথম এ ধরনের গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে।
**সাবেক ইউএনডিপি কর্মকর্তার পাজেরো জব্দ
বাংলাদেশে সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরইউ/জেডএস