ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর বানিয়ে দিলো এসবিএসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর বানিয়ে দিলো এসবিএসি ব্যাংক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর বানিয়ে দিলো এসবিএসি ব্যাংক।

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় একটি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে আধাপাকা বাড়ি নির্মাণ করে দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দৃষ্টিপ্রতিবন্ধী হারিছ মিয়াকে এ বাড়ি নির্মাণ করে দিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি ব্যাংকের কোম্পানি সচিব মো. মোকাদ্দেস আলী হারিছ মিয়ার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।



এসময় এসবিএসি ব্যাংকের ময়নামতি শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদসহ হারিছ মিয়ার পরিবারের বাকি চার সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসই/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।